৪নং মার্টিন ইউনিয়নের ১নং ওয়ার্ডে ত্রান বিতরণ
ঘাটাইল মিডিয়া ডেস্ক
-
বাংলাদেশ সময়
শনিবার, ১৮ এপ্রিল, ২০২০
-
৩৯০
বার ভিউ করা হয়েছে
লক্ষীপুরের কমল নগর
উত্তর মার্টিনের ১নং ওয়ার্ডে শাহেদ মেম্বার ত্রান দেওয়া থেমে নেই।
- বাবলু মার্টিনি, লক্ষীপুর জেলা প্রতিনিধিঃ অসহায় দরিদ্র জনগোষ্ঠীর দ্বারে দ্বারে ত্রান পৌঁছে দিচ্চেন আঃ মান্নান শাহেদ (মেম্বার) করোনা ভাইরাস সংক্রমণ রোধে দেশে যখন টানা ছুটি চলছে, দোকানপাট, ব্যবসা বানিজ্যে স্হবিরতা নেমে এসেছে, নিন্ম আয়ের মানুষের চলা দায় হয়ে পড়েছে ঠিক সেই সময়ে সরকারের ত্রান ও পূর্নবাসন মন্ত্রনালয় হতে প্রাপ্ত চাল, ডাল, এবং জীবানুরোধ কল্পে মাস্ক ও সাবান বিতরণ করছেন। সামাজিক দুরত্ব নিশ্চিত করার লক্ষে অত্র ওয়ার্ডের ছাত্রলীগ এবং যুবলীগ নেতাদের নিয়ে তিনি অসহায় অসচ্ছল পরিবারের সদস্যদের বাড়ী বাড়ী পৌঁছে দিচ্ছেন সরকারি ত্রান সহায়তা।
শনিবার ১৮ এপ্রিল ২০২০ সময় ৩.২০ শুরু করেন, তিনি আরো বলেন আমার ওয়ার্ডে যদি কোন হত দরিদ্র লোক ত্রান না পেয়ে থাকেন সরাসরি আমাকে অবহিত করুন।
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
এই বিভাগের আরো সংবাদ
Leave a Reply