সিরাজগঞ্জের উল্লাপাড়া দেলুয়াবাড়ী এলাকায় পিকআপের ধাক্কায় আঃ আলীম (৩০) নামে এক ভ্যান চালক নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো দুই জন।
বুধবার সকাল ৭ টার দিকে দেলুয়াবাড়ী মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। নিহত আঃ আলীম বড়হর ইউনিয়নের গুয়াগাতী গ্রামের মৃত মন্জিলের ছেলে।
উল্লাপাড়ার হাটিমকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মো. খাইরুল ইসলাম জানান, নিহত আঃ আলীম অটোভ্যান নিয়ে রাস্তা পার হওয়ার সময় পিকআপ ভ্যানটি চাপা দিলে ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যান। আহত অটোভ্যানের যাত্রীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো প্রস্তুতি চলছে।
Leave a Reply