ওয়াহিদ মুরাদ,শিবচর প্রতিনিধিঃ
একমাত্র সন্তানের জন্মদিনের অনুষ্ঠান না করে দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলেন শিবচরের এক কলেজ শিক্ষিকা।
জানা যায়, শিবচরের রিজিয়া বেগম মহিলা কলেজের সমাজ কর্ম বিভাগের প্রভাষক উম্মে সায়মা বেলীর একমাত্র সন্তান সৈয়দা সেহরিশ জায়না এর ৫ম জন্মদিন ছিল শনিবার। পরিবারের ইচ্ছা ছিল ঘটা করে মেয়ের জন্মদিনের অনুষ্ঠান করার। কিন্তু করোনা ভাইরাসের কারণে শিবচর উপজেলা গত ১৯ মার্চ থেকে লকডাউন হয়ে আছে। তাই জন্মদিনের অনুষ্ঠান না করে জন্মদিন উপলক্ষে শনিবার সকালে শিবচর পৌর এলাকায় তার প্রতিবেশী ৫০টি দুঃস্থ পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করেন। এগুলোর মধ্যে রয়েছে পোলাও চাল, সেমাই, দুধ, তেল, চিনি, লবণ, সাবান ও মুড়ি।
কলেজ শিক্ষিকা উম্মে সায়মা বেলী
জানান, করোনা পরিস্থিতির কারণে আমরা অনেক সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান বর্জন করেছি। এ অবস্থায় সমাজের খেটে খাওয়া বেশিরভাগ মানুষেরই কাজ বন্ধ। তাই আমাদের উচিত এইসব অনুষ্ঠানে আমরা যে খরচ করতাম তা দুঃস্থদের মধ্যে বিলিয়ে দেয়া। এভাবে সবাই যেন দুঃস্থদের সাহায্যে এগিয়ে আসে।
Leave a Reply