ঝড়ের আশংকায় টিভির ডিশ লাইন খুলতে গিয়ে বিদ্যুতস্পর্শে কুড়িগ্রাম সদরের কাঁঠালবাড়ি ইউনিয়নের প্রসাদকালোয়া গ্রামে উপমা বেগম মোনালিসা (২৯) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত তিনটার দিকে এই দুর্ঘটনা ঘটে।
মোনালিসার বাবা মোকছেদ আলী স্থানীয় বালাকুড়া মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক। মোনালিসা সর্বশেষ শিক্ষক নিবন্ধন পরীক্ষায় সদর উপজেলায় প্রথম স্থান অধিকার করেছেন। তিনি কুড়িগ্রাম সরকারি কলেজ থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
নিহতের পরিবার জানায়, রাত তিনটার দিকে আকাশে বিদ্যুৎ চমকাতে শুরু করলে ঝড়ের আশঙ্কায় টিভি থেকে ডিশলাইন খুলতে গিয়ে বিদ্যুতষ্পৃষ্ট হয় মোনালিসা।
দ্রুত কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসার জন্য আনা হলে কর্তব্যরত চিকিৎসক মোনালিসাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য আলতাফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহষ্পতিবার সকালে পারিবারিক কবরস্থানে ওই ছাত্রীকে দাফন করা হয়েছে।
Leave a Reply