আজ পবিত্র জুম্মা দিন
আল্লাহ গজবে ধ্বংসপ্রাপ্ত মাদইয়ান জাতির সংক্ষিপ্ত বর্ণনা
শুক্রবার ১২ জুন ২০২০:
মাদইয়ান হলো লুৎ সাগরের নিকটবর্তী সিরিয়া ও হিজামের সীমান্তবর্তী একটি জনপদের নাম।
যা অদ্যাবধী পূর্ব জর্ডানের সামুদ্রিক বন্দর।
কুফরি ছাড়াও এই জনপদের লোকজন ব্যবসায়ের ওজন ও মাপে কমদিত, লুটপাট ,ডাকাতি ও রাহাজানি করত।
কাওমে লূত (আঃ) এর জাতি ধ্বংসের পর কাওমে মাদইয়ানের প্রতি আল্লাহ হযরত শোয়াইব (আঃ)কে প্রেরিত হন ।শোয়াইব (আঃ) হযরত মুসা (আঃ) এর শশুর ছিলেন।
মাদইয়ান আল্লাহর অবাধ্য জনগোষ্ঠী প্রচন্ড গরমে অতিষ্ঠ হয়ে নিজেদের বসতবাড়ি ছেড়ে জঙ্গলে আশ্রয় নিলেন।
উক্ত জঙ্গলে আইকা নামক একটি গাছকে পূজা করত।
হজরত শোয়াইব (আঃ) সম্পর্কে পবিত্র কোরআন বর্ণিত হয়েছে।
সূরা আরাফ ৮৫- আয়াতে: আল্লাহ বলেন, আমি মাদইয়ানের প্রতি তাদের ভাই শোয়াইব (আঃ)প্রেরণ করে ছিলাম। সে তাদের বলল,হে আমার সম্প্রদায়! তোমরা আল্লাহর এবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো মাবুদ নাই। তোমাদের কাছে প্রতিপালকের পক্ষ হতে সুস্পষ্ট প্রামাণ এসেছে। অতত্রব তোমরা মাপে ও ওজনে কম দিওনা, পৃথিবীতে শান্তি সাধনের পর তোমরা সেখানে অণর্থ ফ্যাসাদ সৃষ্টি করিও না। এটাই তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা বিশ্বাসী হত্ত ।
সূরা হুদ আয়াত ৯০- তোমরা আল্লাহ রাব্বুল আলামীনের কাছে ক্ষমা প্রার্থনা করো, তত্তবাহ করো, আমার রব্ব প্রেমময়।
সূরা হুদ আয়াত ৯১: ওরা বলিল, হে শোয়াইব! তুমি যা বলো, তার অনেকটাই বুঝি না, তোমাকে আমাদের চেয়ে বেশি খোদা ভীরু দেখিতেছি, তোমরা আমাদের আত্নীয় স্বজন না হলে, তোমাকে পাথরের আঘাতে নিহত করিতাম, তুমি আমাদের চেয়ে বেশি শক্তিশালী নহে।
সূরা হুদ আয়াত ৯২: শোয়াইব বলিল, ওহে ভ্রাতাগণ! আল্লাহ চেয়েও তোমাদের নিকট আমার আত্নীয় স্বজন অধিক কি শক্তিশালী ।আর তোমরা আল্লাহকে ভুলিয়া গিয়াছ, আমার রব্ব বেষ্টন করিয়াছেন তোমাদের কর্ম ।
সূরা হুদ আয়াত ৯৩: ভ্রাতাগণ! তোমরা যেমন ইচ্ছা করিতে থাক, আমারটা আমি করি,শীঘ্রই জানিতে পারিবে,কার প্রতি লজ্জার আজাব নাজিল হয় এবং কে মিথ্যুক, তোমরা প্রতীক্ষায় থাকো, আমিও তোমাদের সাথে প্রতীক্ষায় রইলাম।
সূরা আরাফ আয়াত ৮৯: হে রব্ব ! আমার ও আমাদের কত্তমের মধ্যে ন্যায্য মীমাংসা করো- তুমিই শেষ্ঠ মীমাংসা কারী ।
সূরা হুদ আয়াত-৯৪: আমার নির্দেশে রক্ষা করিলাম শোয়াইবকে এবং তাঁর উপর বিশ্বাসী সঙ্গীদের আমার অনুগ্ৰহে , আঘাত করিলাম জালেমদের মহাশব্দে, ফলে নিজেদের গৃহে বসিয়াই শেষ হইল।
সূরা আরাফ আয়াত ৯১: অতঃপর তাদিগে ভূমিকম্পে আঘাত করিল, ফলে তারা স্বগৃহে মৃত্যু ও বিনাশ হইল।
শিক্ষনীয় বিষয়ঃ আল্লাহর অবাধ্য জনগোষ্ঠীকে প্রচন্ড এবং কঠিন ও কঠোর প্রতিশোধে দুনিয়াতে নির্মম ভাবে শাস্তি দিয়ে মৃত্যু ঘটাবেন।
অতত্রব সময় থাকতে সকল অপরাধ থেকে মুক্তি পেতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন।
শুভেচ্ছান্তে————
মোঃ নয়ন হাওলাদার
Leave a Reply