বাকেরগঞ্জের নিয়ামতি ইউনিয়নের মাদক ব্যবসায়ী ইলিয়াস জোমাদ্দার ৫’শ পিচ ইয়াবা সহ অাটক
ডেস্ক রিপোর্টঃ বাকেরগঞ্জের নিয়ামতি ইউনিয়নের রুপারজোড় গ্রামের মোঃ ইলিয়াস জোমাদ্দার (৪৫) মাদক ব্যবসায়ী কে রামনগর সাইক্লোন শেল্টার সংলগ্ন থেকে ৫০০ পিস ইয়াবা সহ অাটক করে বাকেরগঞ্জ থানা পুলিশ।১৩ই জুন শনিবার অানুমানিক রাত ৯ টা ৪৫ মিনিটে বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ অাবুল কালামের নেতৃত্বে এস অাই ইমাম হোসেন,এ এস অাই সোহেল রানা,এ এস অাই নজরুল ইসলাম,মোঃ ইলিয়াস জোমাদ্দার (৪৫) কে অাটক করেন। রাতেই তাকে থানায় সোপর্দ করা হয়। আটককৃত ইলিয়াস জোমাদ্দার উপজেলার নিয়ামতি ইউনিয়নের রুপারজোড় গ্রামের রুস্তুম অালী জোমাদ্দারের ছেলে।
Leave a Reply