কুড়িগ্রাম পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম’র নির্দেশে ফুলবাড়ী ও রাজিবপুর উপজেলায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, মঙ্গলবার ভোর রাতে ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়ন অনন্তপুর বেড়াকুটি পাকারাস্তা এলাকা থেকে ২কেজি গাজাসহ মোঃ জাকির হোসেন(২০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ।আটক জাকির ওই এলাকার জহুরুল হকের পুত্র।
এব্যাপারে ফুলবাড়ী থানার ওসি তদন্ত মোঃ নবিউল ইসলাম জানান,আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়েছে।
অপরদিকে মঙ্গলবার(১৬ জুন) সকালে জেলার রাজিবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার সুইচ গেট এলাকা থেকে ৬৫পিচ ইয়াবাসহ মনিরুজ্জামান মনির (২৪) ও মির্জা শাকিল (২৪)কে আটক করে পুলিশ।
এব্যাপারে রাজিবপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ গোলাম মোর্শেদ তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply