কুড়িগ্রামে উজানের ঢল এবং কয়েকদিনের বৃষ্টিপাতে ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র, গঙগাধর ও দুধকুমারসহ সবকটি নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নিয়ন্ত্রণ কক্ষের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ধরলায় শূন্য দশমিক ৬৪ সেন্টিমিটার, দুধকুমারে শূন্য দশমিক ২৮ সেন্টিমিটার ও ব্রহ্মপূত্রে শূন্য দশমিক ২৭ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। পানি বৃদ্ধি পাওয়ায় নদীর অববাহিকার চরাঞ্চলের নিচু এলাকা প্লাবিত হয়েছে। এসব এলাকার গ্রামীণ সড়ক ডুবে গেছে। নিমজ্জিত হয়েছে পাট, ভুট্রা, সবজি ক্ষেত ও বীজতলা। নষ্ট হয়ে গেছে আউশ ধান ও কাউন। পানি বৃদ্ধি পাওয়ায় কয়েকটি এলাকায় নদ-নদীর ভাঙন বেড়েছে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুল ইসলাম জানান, পানি বাড়লেও আপাতত বিপৎসীমা অতিক্রমের সম্ভাবনা নেই। ভাঙন প্রবণ এলাকাগুলো মনিটরিং করা হচ্ছে।
Leave a Reply