বার্তা সম্পাদক জিএম রিয়াদঃ
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান মিস্ত্রী গত কাল ২৯ জুন রাত ৯ টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। আজ বেলা ১১ টায় রাষ্ট্রীয় সম্মান জানানোর মধ্য দিয়ে মরহুমের জানাযা ও দাফন সম্পন্ন হয়েচছে।
রাষ্ট্রীয় সম্মাননা জানান উপজেলা প্রশাসন বাকেরগঞ্জ এর সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম এবং বাকেরগঞ্জ থানার শরষী তদন্ত কেন্দ্রের ইনচার্য জুবায়েরের নেতৃত্বে একদল চৌকস পুলিশ সদস্য।
এ সময় আরও উপস্থিত ছিলেন দাড়িয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ জব্বার বাবুল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কুদ্দুস মোল্লা,বাকেরগঞ্জ মুক্তিযোদ্ধা সহকারী কমান্ডার রবিউল হক হাওলাদার সহ স্থানীয় মুক্তিযোদ্ধা কমান্ডারগন প্রমুখ।
Leave a Reply