বার্তা সম্পাদক জি এম রিয়াদ
পরশ বাংলা টিভিঃ
বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়নের অন্তর্গত চর বাগদিয়া একটি হিন্দু অধ্যুষিত গ্রাম ও জনবহুল এরিয়া। কিছুদিন পূর্বে প্রলয়ঙ্কনকারী ঘূর্ণিঝড় আম্ফানের আঘাতে অত্র এলাকার দুটি সার্বজনীন মন্দির দুমড়ে মুচড়ে যায়। এলাকাবাসীর যৌথ উদ্যোগে জোড়াতালি দিয়ে মন্দির দুটি রক্ষার জন্য প্রাণপন প্রচেষ্টা করে। তবে অপ্রতুল ফান্ডের অভাবে সে চেষ্টা ব্যর্থ হয়। বিষয় টি কালের কন্ঠের বরিশাল ব্যুরো প্রধান রফিকুল ইসলাম ও কলসকাঠী বি এম একাডেমী পাবলিক লাইব্রেরী গ্রুপের এডমিনকে অবহিত করলে রফিকুল ইসলাম খুব অনুতপ্ত হন ও বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার কে মন্দির পুনঃ সংস্কারের জন্য সাহায্যের বিনীত অনুরোধ করেন।
তারই পরিপ্রেক্ষিতে বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাধবী রায় মন্দিরে ২ বান টিন বরাদ্দ করেন।
মন্দির কমিটির পক্ষ থেকে বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন জানান।
Leave a Reply