ডেস্ক রিপোর্ট
করোনা ভাইরাস covid 19 মুক্ত হলেন মেহেন্দিগঞ্জের জনপ্রিয় উপজেলা নির্বাহী অফিসার পিজুস চন্দ্র দে।
জনপ্রিয় ইউএনও’র করোনা পজিটিভের কথা শুনে হাজারো মানুষ তাদের ফেসবুক ওয়ালে তারঁ জন্য দোয়া করেছেন এবং দোয়া চেয়ে পোষ্ট করেছেন। মসজিদ মন্দিরেে তারঁ জন্য দোয়া করা হয়েছে। তিনি এখন করোনা মুক্ত। কিন্তু তারঁ পরিবারে আরো ৬ জন করোনা আক্রান্ত তাদের রিপোর্ট এখনও আসেনি তাদের জন্যও তিনি দোয়া চেয়েছেন। উল্লেখ্য মুলাদী ইউএনও ও করোনা আক্রান্ত তারাঁ দু’জন হলেন স্বামী-স্ত্রী।
তারঁ করোনা নেগিটিভ নিয়ে করা পোষ্টটি হুবুহু আপনাদের সামনে তুলে ধরা হলোঃ
প্রিয় সুহৃদ,
একটা খুশির খবর শেয়ার করছিঃ
পরম করুণাময়ের অসীম কৃপায়, এইমাত্র আমার ১ম ফলোআপ টেস্টের রেজাল্ট নেটেটিভ এসেছে। আপনাদের দোয়া / আশীর্বাদ / প্রার্থনা / ইমোশনাল সাপোর্ট এই দুঃসময়ে আমাকে অনেক সাহস জুগিয়েছে। পরিবারের বাকী সদস্যদের জন্যে দোয়া করবেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি, পৃথিবী অবিলম্বে এই অভিশাপমুক্ত হোক! সকলের জন্য শুভেচ্ছা!
উল্লেখ্য গত ১৬ জুন ২০ খ্রিঃ তারিখের নমুনা পরিক্ষার ফলাফলে তারঁ Covid19 পজিটিভ আসে এবং তিনি তা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়ে সকলের দোয়া কামনা করেছিলেন। আবার তারঁ Covid19 নেগিটিভ নিয়ে ফেসবুকে তারঁ নিজস্ব ওয়ালে পোষ্ট করে তারঁ ভক্ত ও অনুরাগীদের জানিয়ে নিজের জন্য ও পরিবারের সবার জন্য দোয়া কামনা করেছেন।
Leave a Reply