দেশের কল্যাণে কাজ করলে আমরা সবাই সবার পাশে থাকবো-বাকেরগঞ্জ’র সহকারী কমিশনার ভূমি মো: তরিকুল ইসলাম
করোনাজয়ী সহকর্মীকে ফুল ও মিষ্টি দিয়ে স্বাগতম জানালেন বাকেরগঞ্জ এসি ল্যান্ড তরিকুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক : বরিশাল বাকেরগঞ্জ উপজেলার পাদ্রিশিবপুর ইউনিয়ন ভূমি অফিসের করোনা জয়ী ইউনিয়ন ভূমি উপ সহকারী কর্মকর্তা মো: রেজাউল ইসলামকে ফুল ও মিষ্টি দিয়ে স্বাগত জানালেন উপজেলা ভূমি অফিস, বাকেরগঞ্জ’র সহকারী কমিশনার ভূমি মো: তরিকুল ইসলাম। উল্লেখ্য, গত ৪/৬/২০২০ তারিখে জ্বর, কাশি, গলাব্যাথা ইত্যাদি উপসর্গ দেখা দিলে তিনি ৮/৬/২০২০ তারিখে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নমুনা দেন এবং ১০/৬/২০২০ তারিখে নমুনার ফলাফল পজিটিভ আসে।করোনার চিকিৎসা মোবাইল ফোনের মাধ্যমে চিকিৎসকদের কাছ থেকে নিয়ে তিনি পুরাপুরি সুস্থ্য হয়ে উঠেছেন। এখন তিনি সুস্থ্য হয়ে উঠে আজ থেকে তার কর্মস্থলে কাজে যোগ দিবেন। তার করোনা কালীন সময়ে যারা খোঁজ খবর এবং পরামর্শ দিয়েছেন তাদেরকে তিনি ধন্যবাদ দিয়েছেন বিশেষ করে বরিশাল জেলা প্রশাসক, এস এম অজিয়র রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব শহীদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, বাকেরগঞ্জ মাধবী রায় এবং সহকারী কমিশনার ভূমি মো: তরিকুল ইসলাম। এ প্রসংগে সহকারী কমিশনার ভূমি মো: তরিকুল ইসলাম বলেন, করোনা কালীন সময়ে লক ডাউন বাস্তবায়ন, বিভিন্ন ত্রাণের তালিকা তৈরি, ত্রাণ বিতরণে সহযোগিতা, মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা কার্যক্রমের তালিকা তৈরিতে মাঠে কাজ করেত গিয়ে সে কোভিড-১৯ এ সংক্রমিত হোন। প্রায় ১ মাসের নিবিড় চিকিৎসার মাধ্যমে সে এখন সুস্থ্য হওয়ায় তার কর্মক্ষেত্রে যোগদান করবে। আমরা সকল সহকর্মী তাকে ফুল ও মিষ্টি দিয়ে তাকে আমরা স্বাগত জানানোর পাশাপাশি আমার সকল সহকর্মীকে জানাতে চাই, দেশের কল্যাণে কাজ করলে আমরা সবাই সবার পাশে থাকবো।
Leave a Reply