ডেস্ক রিপোর্ট
বাকেরগঞ্জ উপজেলার ১০ নং গারুড়িয়া ইউনিয়নের বালিগ্রামের ৬ নং ওয়ার্ড এর তারক ঘোষ ও মাতা টুলু রানী ঘোষ এর ছেলে তরুণ ঘোষ (২৫) নামের এক ব্যক্তি
ও তার সহধর্মীনী স্বর্না রানী ঘোষ ইসলাম ধর্ম গ্রহন করেছেন।
স্বর্ণা রানী ঘোষ এর বাবার বাড়ি পিরোজপুর মঠবাড়িয়া থানা পৌরসভা ৩ নং ওয়ার্ড মিঠাখালী গ্রামের আব্দুর রব খান,মাতা হাসিনা বেগম,এর মেয়ে ফাতেমা আক্তার,এক বছর আগে তরুণ ঘোষ এর সাথে সম্পর্ক করে বিবাহ হয়।
এখন তাদের নাম মোঃ আবদুল্লাহ ও তার সহধর্মীনীর নাম ফাতেমা বেগম। আল্লাহ ওদের কবুল করুন।
Leave a Reply