ডেস্ক রিপোর্ট ঃ
করোনা জয় করে ২৬ জুলাই রোববার কর্মস্থলে যোগদান করেছেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায়। তিনি এখন পুরোপুরি সুস্থ আছেন। তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।
ইউএনও মাধবী রায় বর্তমান বার্তাকে জানান,’করোনায় আক্রান্ত হয়ে বাকেরগঞ্জবাসীর যে ভালোবাসা পেয়েছি তা ভোলার নয়। তাদের এ ভালোবাসা আমাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।’
উল্লেখ্য, করোনা উপসর্গ দেখা দিলে ৮ জুলাই বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মাধবী রায়ের করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করে বরিশাল শেরে বাংলা হাসপাতালে পাঠায়।
৯ জুলাই রাতে পাওয়া রিপোর্টে তার কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ আসে। এর পর থেকেই তিনি হোম আইসোলেশনে ডা. কামরুজ্জামানের অধীনে চিকিৎসাধীন ছিলেন। পরে দুই দফা নমুনা পরীক্ষায় করোনা নেগেটিভ আসে। তার সম্পূর্ণ সুস্থ হতে ৩ সপ্তাহ সময় লেগেছে।
Leave a Reply