সাবভাইব জার্নি নিয়ে নতুন নির্মাননা শুরু করেছেন রাজিব ত্রিপুরা। বলছি নতুন নির্মাতা রাজিব ত্রিপুরার গল্প।
দৈনন্দিন জীবনের নানা ঘাত-প্রতিঘাত, জীবনযাত্রার নিম্নমান, অভাব অনটন বা ব্যক্তিগত-পারিবারিক নানান চাপে মানুষ যেন হাসতে ভুলে যাচ্ছে। নির্মল আনন্দ কাকে বলে তা যেন আমরা মাঝে মাঝে ভুলেই যাই। কথা হচ্ছিল- এ সময়ের একজন ব্যস্ত নির্মাতা রাজির ত্রিপুরার সঙ্গে। তিনি হাসতে ভুলে যাওয়া মানুষকে বিনোদন দেয়ার জন্যই সারভাইব জার্নি নামক সিরিয়াল তৈরি করে আসছেন। আজকে দেশের অন্যতম একজন মানুষ গড়ার কারিগর স্কুল শিক্ষক রাজিব ত্রিপুরা একাধারে ফুটবলার, গল্ফার এবং নতুন নির্মাতা রাজিব ত্রিপুরার কিছু কথা নতুন প্রজন্মের পাঠকদের জন্য তুলে ধরা হচ্ছে।
এতকিছু থাকতে,সারভাইব জার্নি নামক সিরিয়াল কেন? এ জাতীয় কথার পরিপ্রেক্ষিতেই জানা যায় সারভাইব জার্নি সিরিয়াল তৈরীর আগ্রহের কারণ। মানুষ নানান প্রতিকূলতার সম্মুখীন হয়ে হয়ত বিমর্ষ হয়ে টেলিভিশন খুলে বসল, সেখানেও নানান মন খারাপ করা বা ভীতিকর খবরাখবরই থাকে। এর মাঝে যদি প্রকৃতির নানান দৃশ্য সম্বলিত বিভিন্ন প্রাণীজগৎ’র সাথে পরিচয় এবং মজার মজার প্রকৃতির দৃশ্য দেখতে পারে তাহলে তো অন্তত কিছুটা মন খুলে হাসতে পারবে এবং বিনোদন পাবে, আমাদের সোনার বাংলার অপরুপ সুন্দর্য অবলোকন করতে পারবে । হাসি স্বাস্থ্যের জন্য উপকারী। হাসির দৃশ্য মজার মজার প্রকৃতির অপরুপ লীলা , প্রাণীযুক্ত অনেক কিছু ,বানানোর পেছনের কারণ শুনে ভালই লাগল। দিন দিন যন্ত্রে রূপ নেয়া মানুষ প্রাণ খুলে হাসতে পারলেই তিনি যেন আনন্দ পান।
রাজিব ত্রিপুরা এ সময়ের একজন ব্যস্ত নির্মাতা। কিন্তু তার কর্মজীবন শুরু হয়েছিল শিক্ষক হিসেবে। এক সময়কার পার্বত্য জেলার তুখোড় ফুটবলার ছিলেন।বতর্মানে CCGC গল্ফ ক্লাবের সদস্য অপেশাদার এখানেও অনেক সফলতা আছে। অবসর সময় কাঠে বিভিন্ন জায়গায় ভ্রমন করে।ইচ্ছা বাংলাদেশে’র বিভিন্ন দুর্গম ও পাহাড় পর্বত সারভাইব করা আর মানুষের কাছে তুলে ধরা।
ক্যামেরার নিয়ে বেশ কিছু সময় পার করার পর নতুন নির্মাতা রাজিব ত্রিপুরার মনে হলো তার নিজের নির্দেশনায় কিছু কাজ করার সময় হয়েছে। মানুষকে দিনে দিনে যন্ত্র হতে দেখেই যেন এই ভাবনা এসেছিল। মানুষের জীবনে কিছু সময়ের জন্য হাসির খোরাক যোগাতেই যেন তার সব চেষ্টা।
রাজিব ত্রিপুরার সারভাইব জার্নি দিয়ে দর্শকপ্রিয়তা পেলে স্বপ্ন চলচ্চিত্র নির্মাণ করার। সেখানে হাসি-কান্না আনন্দ বিনোদন সবই থাকবে। তবে ঠিক কবে নাগাদ কাজ শুরু হবে তা এখনও তিনি জানাননি। শীঘ্রই কাজ শুরুর লক্ষ্যে তিনি এগিয়ে যাচ্ছেন।
Leave a Reply