মানিকগঞ্জের সিঙ্গাইরে বন্যাকবলিত মানুষদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিয়েছে সামাজিক সংগঠন খাসেরচর যুব সংঘ। গত শুক্রবার এসো জড়ো হই মানবতার তরে ১০ টাকার ফান্ড থেকে সেফ মেডিসিন বাংলাদেশ এর সহযোগিতায় উপজেলার ধল্লা ইউনিয়নের খাসেরচর গ্রামে স্বাস্থ্য সুরক্ষার ক্যাম্পেইনটি করে সংগঠনটি ।
সংগঠনের ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পেইনে একজন এমবিবিএস ডাক্তার ও একজন এ গ্রেডের ফার্মাসিস্ট দ্বারা ব্লাড গ্রুপিং, ডায়াবেটিস টেষ্ট ও পানিবাহিত সকল রোগের প্রাথমিক চিকিৎসা এবং পরামর্শ প্রদান করা হয়। পাশাপাশি কিছু ঔষুধ দেয়া হয়।
সংগঠনটির সাধারন সম্পাদক শামসুল ইসলাম সজল বলেন, সকল দুর্যোগে আর্ত-মানবতার পাশে থাকে আমাদের সংগঠনটি। আমরা সব সময় অসহায় মানুষের পাশে থাকতে চাই। এসময় সংগঠনের অন্য সদস্যরা ক্যাম্পেইনে সহযোগিতা করেন।
Leave a Reply