বার্তা সম্পাদক জি এম রিয়াদ,
পরশ বাংলা টিভিঃ
বাকেরগঞ্জ উপজেলার দুধল ইউনিয়নের ২০শে আগস্ট দুধল ইউনিয়ন বাসীদের জন্য শোকের দিন, কস্টের দিন। কেননা ২০১৫ সালের ঠিক এই দিনে বিদ্যুৎপিস্ট হয়ে আকস্মিকভাবে ইউনিয়নবাসী অভিভাবকহীন করে পৃথিবীর মায়া ত্যাগ করে পরজগতে চলে যান সকলের প্রিয় সৎ, আদর্শবান, নীতিবান, স্পস্টবাদী, জ্ঞানী, সদালাপী, আদর্শবান শিক্ষক সাবেক সফল চেয়ারম্যান মরহুম খান হাবিবুর রহমান নিজাম মাস্টার। আজ তার ৫ম মৃত্যু বার্ষিকী। বর্তমান চেয়ারম্যান গোলাম মোর্শেদ খান উজ্জ্বল তিনি বলেন আমার বাবার মৃত্যুর পরে তাকে অভিভাবক হিসাবে কাছে পেয়েছিলাম হঠাৎ মৃত্যু সংবাদ শুনে আমরা ছায়াহীন, আশ্রয়হীন হয়েছিলাম। আমার ব্যক্তি জীবনে দেখা লক্ষ কোটি লোকের মধ্যে তিনি ছিলেন অতুলনীয় সর্বগুনে গুনান্বিত একজন ব্যক্তি। এই নশ্বর পৃথিবীতে “যার জীবন আছে তার মৃত্যুও আছে” আমরাও তার ব্যতিক্রম নই। মানুষ বেচে থাকে তার কর্মের মাধ্যমে তেমনি ভাবে নিজাম স্যারও তার কর্মের মাধ্যমে হাজার বছর আমাদের মাঝে বেচে থাকবেন। আজ ৫ম মৃত্যু বার্ষিকীতে তার আত্মার মাগফেরাত কামনা করছি এবং দোয়া করছি হে আল্লাহ মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন, আমিন।
Leave a Reply