বরিশালে চরকাউয়ায় বেপরোয়া ড্রাইভিং। আহত ৩বরিশালে চরকাউয়া টু গোমা সড়কে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় আহত হয়েছে তিনজন। এর ভিতর দুজন পুরুষ ও একজন নারী। গাড়ির ভিতরে থাকা একজন যাত্রী নাজিউর রহমান সুজন জানায় নারী যাত্রীর মাথায় আঘাত লেগে ফেটে যায় এবং ব্লেডিং শুরু হয়। পুরুষ দুইজনও গুরুতর আহত। তাদের একজনের ঠোঁট ফেটে গিয়েছে এবং অন্য একজনের নাক ফেটে প্রচন্ড রক্ত বের হচ্ছে। তাদের সাথে কেউ না থাকায় তাদের ঠিকানা এখনো জানা যায়নি। আহতদের শের-ই-বাংলা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংশ্লিষ্টরা জানায় আজ (সোমবার) বাস টি সকাল দশটা দশ মিনিটে গোমা খেয়াঘাট থেকে ছেড়ে আসে চরকাউয়ায় উদ্দেশ্যে। বৈরাগী বাড়ি পর্যন্ত আসলে বেপরোয়া ড্রাইভিং এর ফলে সামনের একটি বাসের পিছন দিক থেকে ধাক্কা লাগে।
হেলপারের সাথে যোগাযোগ করে জানা যায় বাসের নাম খান ২ ও ড্রাইভার এর নাম মনির।
Leave a Reply