মানিকগঞ্জের সিংগাইরে পূর্ব শত্রুতার জেরে ব্যক্তিগত ব্যবহারের প্রাইভেটকারে (ঢাকা মেট্রো-প ১১-৪৮৬৯) আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দৃর্বৃত্তরা। রবিবার দিবাগত রাত ২ টার দিকে উপজেলার সিংগাইর পৌর এলাকার পুকুরপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। প্রাইভেটকারের মালিক ওই এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে শহিদুল ইসলাম ডালিম (৪০)।
গাড়ীর মালিকের মেয়ে ৯ম শ্রেনীর ছাত্রী আফিয়া আনজুম ডালিয়া জানায়, রাত ২টার দিকে হঠাৎ বিকট শব্দ শুনে আমার ঘুম ভাঙ্গে। সিঁড়ির নিচে আগুন দেখে চিৎকার শুরু করি। আমার ডাক-চিৎকারে বাবা-মা ঘুম থেকে উঠে সিঁড়ির নিচে থাকা প্রাইভেটকারের আগুন নিভানোর চেষ্টা করে। পরে প্রতিবেশী আমির হামজা (৪৫) ও আক্কাছ (৩৮) সহযোগীতায় আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়। কে বা কারা আগুন লাগিয়েছে দেখতে পারিনি । বিষয়টি তাৎক্ষনিক মোবাইল ফোনে সিংগাইর থানাকে অবগত করলে এস.আই আশরাফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ব্যাপারে গাড়ির মালিক ডালিম বলেন, পূর্ব শত্রুতার জেরধরে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে। আমার প্রতিপক্ষ হারুন অর রশিদ গং শত্রুতা হাসিলের জন্য এ কাজ করতে পারে বলে আমার ধারনা। ওরা আমাকেসহ এলাকাবাসীর নামে ১৪ টি মামলা করে হয়রানি করে আসছে। এছাড়াও ৭ দিন আগে আমার পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলেছে। ওরা আমাকে জানে মেরে ফেলতে পারে। আমার পরিবারের সবাই নিরাপত্তাহীনতায় ভুগছি। এ ব্যাপারে সিংগাইর থানায় প্রতিপক্ষ হারুন অর রশিদ গংদের বিরুন্ধে অভিযোগ দায়ের করেছি।
প্রতিপক্ষ হারুন অর রশিদ গংদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও কাউকে পাওয়া যায়নি।
অভিযোগের তদন্ত কর্মকর্তা উপ-পুলিশ পরির্দশক মো.আশরাফুল ইসলাম বলেন,ঘটনার পরে গিয়ে আগুন দেয়ার কিছু আলামত পেয়েছি। কে বা কারা আগুন দিয়েছে বলা সম্ভব হচ্ছে না। ক্ষতিগ্রস্থ পরিবারের দাবী অভিযুক্তরা ঘটাতে পারে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply