“স্বপ্নরা আলো দেখুক” মূলমন্ত্রে ডিজিটাল ব্যাংকিং সেবা সারাদেশের তৃনমূল পর্যায়ে পৌঁছে দিতে মানিকগঞ্জের সিংগাইরে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩ টার দিকে উপজেলার চারিগ্রাম বাজারের খন্দকার মার্কেটের দ্বিতীয় তলায় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার কার্যক্রম শুরু হয় ।
এ সময় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এসইভিপি ও ঢাকা নর্থজোন প্রধান মিজানুর রহমান এতে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ব্যাংকের উদ্বোধন ঘোষনা করেন। এতে সভাপতিত্ব করেন সিংগাইর ইসলামী ব্যাংকের শাখার ব্যবস্থাপক মোঃ রহমত উল্লাহ।ওই শাখার প্রিন্সিপাল অফিসার ও বিনিয়োগ প্রধান গোলাম মোস্তফা রাশেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, চারিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাজেদুল আলম তালুকদার স্বাধীন। এ সময় আরো উপস্থিত ছিলেন, সায়েস্তা ইউপির চেয়ারম্যান মুসলেম উদ্দিন চোকদার, চারিগ্রাম ইউনিয়ন আ’লীগ সভাপতি মো.ওহাব আলী পোদ্দার, এজেন্ট হোল্ডার ও দোয়েল টেল এর স্বত্তাধিকারী মোস্তাক আহমেদ , সাংবাদিকসহ এলাকার ব্যবসায়ী ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এর আগে সকাল সাড়ে ৯ টায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লি:এর এমডি মাহবুব উল আলম প্রধান কার্যালয় থেকে ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে সারাদেশে ৮২ টি এজেন্ট ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন করেন।
Leave a Reply