জি এম রিয়াদ পরশ টিভি ঃ বাকেরগঞ্জে স্থানীয় যুব সংগঠন বাকেরগঞ্জ যুব ব্লাড ডোনার্স ক্লাব এবং ডিপেন্ডেবল ইয়ূথ সোসাইটির উদ্যোগে ধর্ষনের প্রতিবাদে বাকেরগঞ্জ বাস ষ্ট্যান্ড মানববন্ধন করেন। এ সময় সংগঠনের সদস্যরা ধর্ষন এর প্রতিবাদে বিভিন্ন পোষ্টার প্রদর্শন করেন। মানব বন্ধনে অংশগ্রহন করেন উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ সাইফুল ইসলাম ডাকুয়া, পৌর ছাত্রলীগ সভাপতি মোঃ কাওছার হোসেন বাকেরগঞ্জ মহিলা আওয়ামীলীগ এর আহবায়ক নদিরা পারভিন সহ অন্যান্য নেত্রি বৃন্দ। এ সময় আরো উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ প্রেস ক্লাবের সাধারন সম্পাদক খান মোহাম্মদ সেলিম। মানববন্ধন কারি সকলের একটাই চাওয়া ধর্ষনের আইন আরো কঠোর করা হোক।বাকেরগঞ্জ যুব ব্লাড ডোনার্স ক্লাবের সভাপতি মুশফিকুর রহমান দোলন বলেন ধর্ষকের কোন দল নাই, তাদের কোন পরিবার নাই, তাদের একটাই পরিচয় তারা ধর্ষক, তারা সমাজের কীট, তারা অপরাধী। তাঁদের বিচার প্রক্রিয়া আরও দ্রুত হওয়া চাই। এটাই আমাদের সকলের প্রত্যাশা।
ডিপেন্ডেবল ইয়ূথ সোসাইটির সভাপতি শাহরিয়ার রিজভী বলেন আজ আমরা সাদা কাপর মাথায় বেধে রাস্তায় দাড়িয়েছি সকলকে সচেতন করতে যেন সকলে ধর্ষনের মত কালো একটা অপরাধের বিপক্ষে প্রতিরোধ গড়ে তোলে। প্রশাসন কাজ করে খবর পেলেই। সমাজ ঘটনা লুকায় সুযোগ পেলেই। তবে ধিক্কার কাদের কে দেব? । আমরা শান্তি চাই ধর্ষন মুক্ত সমাজ চাই, সাদা কাপড় শান্তি ও আলোর প্রতিক। আমরা চাই যুব সমাজ এমন অপরাধ কাজ থেকে বিরত থাকে এবং আলোর পথে থাকে, সুন্দর জীবন যাপন করেন।
Leave a Reply