জি এম রিয়াদ পরশ টিভিঃঃ
দেশব্যাপী অব্যাহত খুন, ধর্ষণ, নারীর প্রতি সহিংসতা বন্ধ ও জড়িতদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন সংশোধনের দাবিতে মানববন্ধন করেছে জাতীয় ছাত্র সমাজ।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে দেশব্যাপী অব্যাহত খুন, ধর্ষণ, নারীর প্রতি সহিংসতা বন্ধ ও জড়িতদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের বিধান রেখে আইন সংশোধনের দাবি জানিয়ে বক্তারা বলেন, বিদ্যমান আইন প্রয়োগ করে এর সমাধান করা সম্ভব নয়। সরকারকে এ বিষয়ে কঠিন হতে হবে।
নারী ধর্ষণ মামলার বিচার করতে বিশেষ ট্রাইবুন্যাল গঠন করে তিন মাসের মধ্যে বিচার সম্পন্ন করে দ্রুততার সাথে রায় কার্যকর করলে ধর্ষণ নামক সামাজিক ব্যাধি থেকে জাতি মুক্তি পাবে।
জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. ইব্রাহীম খাঁন জুয়েলের সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক মো. আল মামুনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জাতীয় পার্টি যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, শিল্প বিষয়ক সম্পাদক ইসহাক ভুইয়া, শিক্ষা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিরু, ছাত্র বিষয়ক সম্পাদক জামাল উদ্দিন, যুগ্ম ছাত্র বিষয়ক সম্পাদক ফয়সাল দিদার দিপু, ছাত্র সমাজের কেন্দ্রীয় নেতা শাহ ইমরান রিপন, মারুফ ইসলাম তালুকদার প্রিন্স, জামাল হোসাইন, অর্নব চৌধুরী, শাহারিয়ার রাসেল, মো. ইউসুফ, আলামিন সরকার, ইব্রাহীম খলিল, রুহুল আমিন গাজী বিপ্লব, আতাউল্লাহ আরিফ, মাহমুদ তপু, তানভীর আজিজ, দ্বীন ইসলাম, মোস্তফা সুমন, ফকির আল মামুন প্রমুখ।
এসময় ছাত্র সমাজ নেতা মানিক খান, মোসলেম মিয়াজি, রুবেল সিকদার, জাহিদুল ইসলাম জাহিদ, নাঈম, মুন্না, শরীফ, আসিফ, হাসনাত, রাকিব, জাহিদ, ইলিয়াস, মায়িন মাসুদ রানা, সামিউল সোহাগ, এস আই শাকিলসহ ছাত্র সমাজের ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply