ইমাম হোসেন মনা, বাউফলঃ
পটুয়াখালীর বাউফলে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম অভিযান-২০২০ উপলক্ষে জনসচেতনতা মুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ꫰
আজ বৃহস্পতিবার (০৮ অক্টোবর-২০২০ ইং) বেলা ১১ টার সময় উপজেলার কালাইয়া ইউনিয়নের উত্তর শৌলা বাজারে উপজেলা মৎস্য দফতরের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়꫰
সভায় স্থানীয় প্রায় অর্ধশতাধিক জেলের উপস্থিতিতে জনসচেতনতা মুলক আলোচনা করেন, উপজেলা সহকারি মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন, জেলে সমিতির সভাপতি মোতাহার মাতুব্বর ও সাংবাদিক শেখ এম জাফরান হারুন উক্ত সভায় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রতি বছরের ন্যায় আগামি ১৪ অক্টোবর-২০২০ ইং থেকে ০৪ঠা নভেম্বর পর্যন্ত মোট ২২ দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম অভিযান চলবে ꫰ এসময় সারাদেশে ইলিশ আহরণ, পরিবহণ, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়বিক্রয় ও বিনিময় সম্পূর্ন নিষিদ্ধ করা হয়েছে ꫰ এই নিষেধাজ্ঞা অমান্যকারীকে সর্বোচ্চ ০২ বছরের সশ্রম কারাদণ্ড অথবা পাচঁ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ড অথবা উভয় দন্ডে দন্ডিত করা হবে ꫰
Leave a Reply