জি এম রিয়াদ পরশ টিভি ঃ বাকেরগঞ্জ উপজেলা ৪ নং দুধল ইউনিয়নের চরগোমা গ্রামের রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হাওলাদারের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল ঢাকা আধুনিক হাসপাতালে তিনি শেষ নিঃশাস ত্যাগ করেন । আজ সকাল ৯ঃ৩০মিনিটে মরহুমের নিজ এলাকার উপজেলা প্রশানের পক্ষ থেকে রাষ্ট্রীয় সম্মান গার্ড অফ অনার প্রদান করেন। এরপরে কবরের পাশে সেনাবাহিনীর পক্ষ থেকে রাষ্ট্রীয় সম্মান জানানোর পর তাকে পারিবারিক কররস্থানে দাফন করা হয় ।
উপস্থিতিতে পুলিশের একটি চৌকস দল জাতির এই বীর সন্তানকে গার্ড অব অনার দেয়। এর আগে বাকেরগঞ্জ নির্বাহী ম্যাজিস্ট্রেট( ভূমি) মোঃ তরিকুল ইসলাম , ও স্থানীয় ইউপি চেয়ারম্যন মোঃ গোলাম মোর্শেদ খাঁন উজ্জাল জাতীয় পতাকায় আচ্ছাদিত কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
Leave a Reply