জি এম রিয়াদ পরশ টিভিঃ
বাকেরগঞ্জ উপজেলা প্রশাসনের অয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ‘সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির’ কার্যক্রম ফের চাঙ্গা করা হচ্ছে। এবার কমিটি মাদকের বিস্তার রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের পাশাপাশি সামাজিক নানা অপরাধ দমনেও কাজ করবে। নতুন কমিটির আওতাও বাড়ানো হচ্ছে। জেলা প্রশাসকের (ডিসি) নেতৃত্বে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে এ-সংক্রান্ত কমিটি গঠন করে কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক বরিশাল এস এম অজিয়র রহমান।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান,পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া,উপজেলা নির্বাহী অফিসার মাধবী রায়,সহকারী কমিশনার ভূমি তরিকুল ইসলাম উজ্জল,উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান,মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মানিক হোসেন মোল্লা সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ,স্থানীয় প্রিন্ট,ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply