জি এম রিয়াদঃ
ফ্রান্সে প্রিয় নবী রাসুল (সঃ) এর ছবির ভ্যাঙ্গ চিত্র প্রকাশ করায় দুধল দরবার শরীফের
তৌহিদী জনতার বিক্ষোভ ও মিছিল।
বাকেরগঞ্জ উপজেলা ৪ নং দুধল ইউনিয়ন গোমা বাজারে রবিবার বিকাল ৩ ঘটিকায় সময়
বিক্ষোভ মিছিল শুরু হয়,
প্রধান অতিথির হিসাবে
সমাবেশে বক্তব্য রাখেন দুধল দরবার শরীফের মেঝ পীর সাহেব মুফতি শাহ্ মোহাম্মদ শফিউল্লাহ সাহেব তিনি আহ্বান জানান বিশ্বনবীর অবমাননা কারি ফ্রান্সের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে কূটনৈতিক সম্পর্ক প্রত্যাহারের বিবেচনা করুন,
এছাড়াও তিনি বলেন নাস্তিক্যবাদ ও রাসুল বিদ্বেষীদের বিরুদ্ধে সকল শান্তিপূর্ণ আন্দোলনকে সমর্থন জানিয়েছে দরবার শরীফ
সাথে সংশ্লিষ্ট সকলকে যার যার অবস্থান থেকে বাংলাদেশে ফ্রান্সের সকল পণ্যসামগ্রী বর্জনের আহ্বান জানান।
প্রধান বক্তৃতা হিসেবে উপস্থিত ছিলেন
দুধল দরবার শরীফ ছোট পীর সাহেব মুফতি
শাহ মোহাম্মদ শরিয়তউল্লাহ সাহেব তিনি বলেন, আমরা অত্যন্ত বেদনার সাথে লক্ষ্য করছি প্রায় ২০০কোটি মুসলমানের হৃদয়ের স্পন্দন রাসূলুল্লাহ( সাঃ)এর শানে ফ্রান্সের সরকারি পৃষ্ঠপোষকতার শার্লী এ্যাবদো পত্রিকা বার বার বেয়াদবি করছে যা মেনে নেওয়া যায় না,
ফ্রান্স বাকস্বাধীনতার নামে গোটা মুসলিম উম্মাহর কলিজায় আগুন জ্বালিয়ে যা ক্ষমার অযোগ্য অপরাধ করছে,
মুসলিম জনতা দের ফরাসি পণ্য বর্জন করার আহ্বান জানান,
বিক্ষোভ সমাবেশে আরো বক্তব্য রাখেন মাওলানা মইনুল ইসলাম, মাওলানা জাকির হোসেন, মাওলানা আবুল হোসেন,
হযরত হাতেম আলী( রহঃ)ফাউন্ডেশন পরিচালক মাওলানা তানভির হাসান, আব্দুল হান্নান মোল্লা, মাওলানা বশির উদ্দিন, পূর্ণাঙ্গ ছাত্র জমিয়াতের পক্ষ থেকে বক্তব্য রাখেন মাওলানা বেলাল হোসেন, আরিফুর রহমান, জিয়াদুল ইসলাম , আব্দুল কাইয়ুম , আব্দুল জলিল , তাহসিন বিল্লাহ সহ আরো বক্তব্য রাখেন স্থানীয় ওলামায়ে কেরামগণ।
Leave a Reply