বরিশাল বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়নে ইসলামী যুব আন্দোলনের উদ্যোগে দাওয়াতী সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ইসলামী যুব আন্দোলনের বাকেরগঞ্জ উপজেলা পূর্বে শাখার সভাপতি মুহাম্মাদ ফরহাদ হোসেন মুন্সীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পদক ( বরিশাল বিভাগ ) ইসলামী যুব আন্দোলনের মাওলানা মুহাম্মাদ আল আমিন। বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি আলহাজ্ব মাওলানা নাছির উদ্দিন ডাকুয়া, বাকেরগঞ্জ উপজেলার পূর্ব শাখার ইসলামী আন্দোলনের সভাপতি আব্দুল আজীজ তালুকদার। প্রধান বক্তা ছিলেন বরিশাল জেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মাদ সানাউল্লাহ্। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের যুব আন্দোলনের নেতাকর্মীরা মিছিল সহকারে দাওয়াতি সভায় উপস্থিত হন। অনুষ্ঠানে নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন এদেশের ইসলামী হুকুমাত প্রতিষ্ঠায় যুব সমাজকে গ্রণী ভূমিকা পালন করতে হবে। নেতৃবৃন্দ যুব সমাজকে স্মরণ করিয়ে দিয়ে বলেন, খালেদ বিন ওলিদের
Leave a Reply