ঘাটাইলের লক্ষ্মিন্দর ইউনিয়নে প্রয়াত নেতা শামসুর রহমান খান শাহজাহানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়েছে।
টাঙ্গাইল ঘাটাইলের বর্ষিয়ান রাজনীতিবিদ, সাবেক এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শামসুর রহমান খান শাজাহানের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে লক্ষ্মিন্দর ইউনিয়নের বাসাবাইদ বাজারে দোয়া মাহফিল ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়।
আজ ৩ জানুয়ারী রোজ সোমবার দুপুর ৩টায় ইউপি সদস্য নুরুল ইসলাম নুরুর সৌজন্যে এ দোয়া মাহফিল ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়।
৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ নুরুল ইসলাম নুরুর সভাপতিত্বে উক্ত দোয়া মাহফিল ও কাঙ্গালী ভোজ আয়োজনে উপস্থিত ছিলেন, লক্ষ্মিন্দর ইউপি চেয়ারম্যান মোঃ একাব্বর আলী, লক্ষ্মিন্দর বীর মুক্তিযোদ্ধা ইউনিয়ন শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাছেদ, ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা জুলহাস উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আফাজ উদ্দিন, লক্ষ্মিন্দর ইউনিয়নের সকল ইউপি সদস্য, সাগরদিঘী আঞ্চলিক আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুল মজিদ মাস্টার, টাঙ্গাইল জেলা আওয়ামী যুবলীগের সদস্য রফিকুল ইসলাম রফিক, ইউনিয়ন আ’লীগ নেতা মালেক চৌধুরী, সেলিম, মালেক ও জাহাঙ্গীর, যুবলীগ নেতা বুলবুল ও আল-আমীন, রসুলপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জহিরুল ইসলাম জামাল ও স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
Leave a Reply